রবিবার, ১২ মে ২০২৪

শিরোনাম

গাজা বিষয়ক আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন

রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

প্রিন্ট করুন
এন্টনি ব্লিংকেন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। গেল ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের সংগঠন হামাসের হামলার পর এ প্রথম বারের মত তিনি সৌদি আরব সফর করছেন তিনি।

এছাড়া সরাসরি সংঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সঙ্গে ইরানের দীর্ঘ ছায়াযুদ্ধ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে ব্লিংকেনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

ব্লিংকেন রোববার (২৮ এপ্রিল) ওয়াশিংটন ত্যাগ করবেন। রিয়াদ সফরকালে ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার আলোচনায় অংশ নেবেন। এ সময়ে তিনি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘ব্লিংকেন হামাসের নিকট আটক জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।’

এছাড়া ব্লিংকেন সংঘাত ছড়িয়ে না পড়ার ব্যাপারেও গুরুত্বারোপ করবেন বলে মিলার উল্লেখ করেন।

গাজা যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি ব্লিংকেন রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশনেও যোগ দিবেন।