শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে ঢাকার বিসমিল্লাহ কর্পোরেশনের কনটেইনার ভর্তি বিদেশী মদ আটক

বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ড হতে এক কনটেইনার (৪০ ফিট) ভর্তি বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদের চালান আটক করা হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিমের সার্বক্ষণিক নজরদারী ও রিস্ক ম্যানেজমেন্টের আওতায় বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে এ পদক্ষেপ নেয়া হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে মদের এ বড় চালানটির খালাস আটক করতে সক্ষম হয় চট্টগ্রাম কাস্টম হাউস। কনটেইনারটি গত ১৩ মার্চ দুবাই পোর্ট হতে চট্টগ্রাম বন্দরে আনা হয়। আমদানিকারক ঢাকার বংশালের বিসমিল্লাহ্ কর্পোরেশন। সোডা অ্যাশ পণ্যের ঘোষণায় এসব মদ আনা হয়, যার ঘোষিত গ্রস ওজন ২৭ হাজার কেজি।

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা কর্তৃক বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পাঁচটার দিকে কনটেইনারটির পণ্যের কায়িক পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষায় ভদকা, জনি ওয়াকার ডাবল ব্ল্যাক, ব্ল্যাক লেবেল, চিবাস রিগ্যাল, ব্যালানটাইন্স স্কচ হুইস্কি ইত্যাদি ব্রান্ডের মদ পাওয়া যায়। কায়িক পরীক্ষায় মোট ১৬ হাজার ৮৩৪ লিটার মদ পাওয়া যায়। যার আনুমানিক শুল্কায়নযোগ্য দাম প্রায় দুই কোটি ৪৩ লাখ টাকা ও জড়িত রাজস্ব প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিমের সার্বক্ষণিক নজরদারী এবং একই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আন্তঃ যোগাযোগের ফলে বিপুল রাজস্ব ফাঁকির এ চালান প্রতিহত করা সম্ভব হয়েছে।