মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

শিরোনাম

আমি প্রেসিডেন্ট থাকলে ইরান ইসরাইলে হামলার সাহস পেত না

রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরাইলে হামলা চালানোর সাহস পেত না ইরান।’ শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ প্রথম ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি হামলা চালালো তারা। খবর বিবিসির।

ইরানের হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘ইসরাইল এ মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। কারণ, আমরা (যুক্তরাষ্ট্র) খুব দুর্বলতা দেখাই। আমি যদি প্রেসিডেন্টের দায়িত্বে থাকতাম, তাহলে এটা ঘটত না। এটা আপনি জানেন, তারাও জানে, সকলে জানে।’

তিনি আরো বলেন, ‘ইসরাইলের জন্য প্রার্থনা করে যুক্তরাষ্ট্র।’

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার সাথে সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানের সাথে বৈঠক করেছেন। নেতানিয়াহুর সাথেও ফোনে কথা বলেছেন তিনি।

ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার (১৪ এপ্রিল) বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরালের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

আইডিএফের মুখপাত্র বলেন, ‘ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এ অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন-ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে।’

তার ভাষ্য, ‘ইসরাইল ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে।’

ড্যানিয়েল হাগারি বলেন, ‘এ পর্যন্ত একজনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলে পড়ার পর একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সামরিক স্থাপনাটির ব্যাপারে বিস্তারিত কোন কিছু বলেননি তিনি।

গেল ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু। সে হামলার উত্তরে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সাথে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।