শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

শিরোনাম

টফিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে আগামী শুক্রবার (১ মার্চ) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’-এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হচ্ছে। গেল বছরের মার্চে দেশজুড়ে সিনেমা হলে ও সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রটি এরমধ্যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা সাতজন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। তারকাবহুল এ চলচ্চিত্রের গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরো বহু গুণী অভিনয় শিল্পী অভিনয় করেছেন এ চলচ্চিত্র।
টফিসহ পুরো পৃথিবীতে সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা চলচ্চিত্র ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকরা টফির এ বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যে কোন নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এ চলচ্চিত্রটি দেখতে পারবেন।

টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকদের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ চলচ্চিত্র টফিতে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, আমাদের দর্শকরা, বিশেষ করে তরুণ প্রজন্ম টফিতে চলচ্চিত্রটি আগ্রহের সাথে উপভোগ করবেন ও আমাদের গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।’

চলচ্চিত্রটি দেখতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://toffeelive.com/home