বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

শিরোনাম

ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন

শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রিন্ট করুন
সেহেলী সাবরীন

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের পরিচালক সংস্থাপন মো. আনিসুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না হওয়া পর্যন্ত সেহেলী সাবরীনকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ফ্লোরিডাতে কনসাল জেনারেল হিসেবে বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

২০০৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফরেন ক্যাডার হিসেবে যোগ দেন সেহেলী সাবরীন। কূটনৈতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার সাড়ে ছয় বছর পর ২০১২ সালে বিদেশে প্রথম পোস্টিংয়ে যান সেহেলী। তিনি প্রথম সচিব হিসেবে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেন।

সেহেলী সাবরীন ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি জাকার্তা থেকে ২০১৭ সালে দেশে ফিরে দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে পশ্চিম এশিয়া অনুবিভাগের পরিচালক ও যুক্তরাষ্ট্র অনুবিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেন সেহেলী। পরবর্তী কনসুলার ও কল্যাণ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেন তিনি।

সর্বশেষ, ২০২৩ সালে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয় সেহেলীকে।