মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

শিরোনাম

নেতানিয়াহুকে প্রতিশোধ নিতে মানা করলেন বাইডেন?

রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ইসরাইলের কঠিন পরিস্থিতিতে বাইডেন প্রশাসন কি পিছু হটে গেল? এমন উঠছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের নমনীয়তায়। ইসরাইলের সংবাদ মাধ্যমের বরাতে ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার উত্তর না দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।’

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। অন্য দিকে, একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা দলকে নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন জো বাইডেন। দুই রাজধানীতে দুই বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সাথে কথা বলেন।

যুক্তরাষ্ট্রের একটি সূত্র বলছে, ‘বাইডেন নেতানিয়াহুকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহবান জানানোর পাশাপাশি নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান বলেও উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনার পারদ যেন আর কোনভাবেই না বাড়ে সে বার্তা পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদেরকে। তবে, কি বন্ধু ইসরাইলকে বিপদে ফেলে গা বাঁচাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

এ দিকে, ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি বলেছেন, ‘রোববার (১৪ এপ্রিল) ইসরাইলের সামরিক, গোয়েন্দাসহ, প্রতিরক্ষা রসদ ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান।’

ইরানের পরিকল্পিত হামলা ইসরাইলের প্রতিশোধ নেয়াকে বহু কঠিন করেছে বলে মনে করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘ইরানের এমন উত্তরে দিশেহারা ইসরাইলের বাহিনী।’

বাঘেরি ইসরাইল ও তার সহযোগীদের যে কোন অন্যায়ের ব্যাপারে সতর্ক করে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যে কোন হুমকি দেশটির সশস্ত্র বাহিনী কঠোর উত্তরে সাথে মোকাবিলা করবে।’

বাঘেরি আরো বলেন, ‘ইসরাইলের ওপর সফল হামলার পর আপাতত আর কোন হামলা চালাবে না ইরান। কিন্তু, ইসরাইল ইরান-সিরিয়া বা অন্য কোথাও হামলা চালালে পরবর্তী পদক্ষেপ আরো কঠোর হবে।’

অন্য দিকে, ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি বলেন, ‘অপারেশন ট্রু প্রমিস’ গণহত্যার প্রচারক ইসরাইলের জন্য একটি দৃষ্টান্তমূলক শিক্ষা।’

গেল ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু। সেই থেকে দুই ইসরাইল ও ইরানের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে ওঠে। এরপর কনস্যুলেটে ইসরাইলের হামলার উপযুক্ত উত্তর দেয়ার যে হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে দেয়া হয়েছিল, তা রোববার (১৪ এপ্রিল) বাস্তবায়ন করে দেশটি। ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।