মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

শিরোনাম

প্যান্টোমাইম মুভমেন্টের ৩০ বছরে পদার্পণ

বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: রাজপথে মূকাভিনয়ের পথিকৃৎ সংগঠন প্যান্টোমাইম মুভমেন্ট তাদের প্রতিষ্ঠার ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটি বাংলা ১৪০২ সনের বৈশাখের প্রথম দিনে ডিসি হিলে মূকাভিনয় প্রদর্শনীর মধ্য দিয়ে যাত্রা করে ছিল।

সিটির কাতালগঞ্জের সেবা নিকেতন ক্লাবের ছোট পরিসরে ৩০ বছরের পদার্পণের এ ঐতিহাসিক দিনটিকে সোলেমান মেহেদীর মূকাভিনয়, দলের নতুন-পুরাতন কর্মীদের স্মৃতিচারণ এবং নব প্রজন্ম মাইরার সোলেমান পানছী, আবরার তাজওয়ার নির্ভর, মিথিল বিশ্বাস, ইনাইয়া, লগ্নজিৎ দাশ প্রহরের হাত দিয়ে কেক কেটে উদযাপন করা হয়।

যাদের কথামালায় মূকাভিনয়ের সোনালী দিনের গল্প উঠে এসেছিল, তারা হলেন শিল্পী দাশ, শান্তনু দাশ, শাহীন আলম, মোহাম্মদ রাসেল উদ্দিন, শাখাওয়াত রিগান, মাইম হাসান, জোবায়েদ হাসান রানা, শহীদুল মুরাদ, ইফতেখার উদ্দিন রুবেল, জয়নাল জয়, শেখ রিয়াদ, ফয়সাল, জানে আলম টিটু, ইমতিয়াজ ত্বকী, সায়েম উদ্দিন।

এছাড়াও বয়ান শিল্পাঙ্গন ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে ওয়াহিদ সাদেক পারভেজ, শান্তুনু দাশ, শহীদুল মুরাদ, বাবলু দাশ, আফরিন পুস্প অকৃপণ সহযোগিতা করেছেন।

শেষ পর্বে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত দলের সভাপতি রিজোয়ান রাজন ভিডিও কলের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানান।

পুরো আয়োজনটি উপস্থাপনা করেছেন রাইদাদ অর্ণব।