সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

শিরোনাম

বেইলি রোড অগ্নিকান্ডে হতাহতের দায় সরকার এড়াতে পারে না

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বেইলি রোডে অবস্থিত বহু তল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১ মার্চ) গণ মাধ্যমে পাঠানো শোকবার্তায় দলটির সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘বেইলি রোড অগ্নিকান্ডে পুরো জাতি শোকে স্তব্ধ। সেই সাথে মাফিয়া সরকারের দুর্নীতি স্পষ্ট ফুটে ওঠেছে। উদ্ধার তৎপরতার বেহাল দশা ও আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার কেন হল না- এ নিয়ে পুরো জাতি ব্যর্থ সরকারের কাছে স্পষ্ট উত্তর চায়। বিগত ১৫ বছর যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা এত দিন কিসের উন্নয়ন করেছে। আধুনিক যন্ত্রপাতি থাকলে এত মানুষের লাশ আমাদের দেখতে হত না। এ খাতের টাকা কোথায় গেল, কারা লুটপাট করেছে অবৈধ সরকারকে তার উত্তর দিতে হবে।’

শোকবার্তায় দুই নেতা বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন ও আহতদের দ্রুত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যে আহ্বান জানান। সেই সঙ্গে ভয়াবহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।