রবিবার, ০৫ মে ২০২৪

শিরোনাম

মঙ্গলবার একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্রের ‘উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ’ অনুষ্ঠান

সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তার সাহসীকতায় বাংলাদেশ আজ পৃথিবীর মাঝে রোল মডেল। সোনার বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রায় ‘একুশ’ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল তিনটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মক্তমঞ্চ প্রাঙ্গণে ‘উন্নয়নের পথে স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ, আয়োজন সহযোগী হোটেল গ্লোডেন হিল ও পরিকল্পনায় সনাতনী সৃজন।

অনুষ্ঠানে থাকছে মুক্তিযোদ্ধা সম্মাননা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, মূকাভিনয়, মঞ্চ নাটক, চিত্র প্রর্দশনী, উদ্যোক্তা সম্মাননা, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছাসেবী সংগঠন সম্মাননা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শেখ হাসিনা, প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী, শিক্ষা উপপন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনী। রয়েছে মৌলিক গান ‘জয় বাংলার জয় – নৌকার জয়’এর ভিডিও প্রদর্শনী।

উদ্বোধনী পর্ব থাকছে বৃন্দ আবৃত্তি, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য।

আয়োজনে মুক্তিযোদ্ধা সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ। স্বেচ্ছাসেবী সংগঠন সম্মাননা পাচ্ছে ফিরোজা আমিন ফাউন্ডেশন, নবীন মেলা, তারুণ্যের সংশপ্তক, রক্তের আহ্বানে ও ডাকঘর।

যুক্তরাষ্ট্র সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটনের সভাপতিত্বে ‘তারুণ্যের সংলাপ’-এ তরুণদের মুখোমুখি হচ্ছেন অনুপম সেন, মহিবুল হাসান নওফেল, খোরশেদ আলম সুজন, মশিউর রহমান চৌধুরী, মো. মাহবুবুল হক সুমন, সাইফুল আলম বাবু ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

আয়োজনের ‘প্রকল্প কথন’ অংশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল অধ্যাপক শ্যামল কর্মকারের সভাপতিত্বে উপস্থিত থাকবেন মো. দিদারুল আলম, মো. সালাউদ্দিন, ফারহান আহমেদ, মোহাম্মদ তারেক হায়দার বাবু, এমএইচ চৌধুরী লিমন ও মহিউদ্দিন শাহ্।

অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি করবে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের শিশু বিভাগ; একক আবৃত্তিতে থাকবেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, ফারুক তাহের; আবৃত্তির নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী অনন্যা দেব, একক নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী আনুষ্কা নাথ ও সৌরভ দাশ সিথি; মঞ্চ নাটক পরিবেশন করবেন কথক নাট্য সম্প্রদায়, মূকাভিনয় পরিবেশন করবেন সাইলেন্ট থিয়েটার, একক সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী আরকে চক্রবর্তী জুয়েল, শাপলা পাল, রুম্পা চক্রবর্তী (রুপা), হ্যাপী দে ও ঋতোস্মিতা সাহা।