সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোটে রাখতে যে শর্ত দিলেন ট্রাম্প

বুধবার, মার্চ ২০, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে সরে আসার হুমকি বহু বারই দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটের সদস্য অন্যান্য দেশের আর্থিক অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তবে, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সদস্য দেশগুলো যদি তাদের ভাগের অর্থ (চাঁদা) যথাযথভাবে পরিশোধ করে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর ফক্স নিউজের।

জিবি নিউজ টেলিভিশন চ্যানেলে টিভি উপস্থাপক নাইজেল ফারাজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে জোট (ন্যাটো) সদস্যরা যদি তাদের ‘ন্যায্য অংশ’ পরিশোধ করে এবং যুক্তরাষ্ট্রের সাথে ‘ন্যায্য’ আচরণ করে, তবে যুক্তরাষ্ট্র শতভাগ জোটটির সঙ্গে থাকবে।’

তিনি বলেন, ‘যদি এটি যুক্তরাষ্ট্রের জন্য না হয়, তাহলে আক্ষরিক অর্থে ন্যাটোর অস্তিত্বও নেই। যুক্তরাষ্ট্রের উচিত তার ন্যায্য অংশ পরিশোধ করা – অন্য কারও ন্যায্য অংশ নয়।’

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ‘ন্যাটোর ৯০ শতাংশ অর্থ দিয়ে থাকে, এমনকি এটি শতভাগও হতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘এটি অন্যায়। ভুলে যাবেন না, এ জোট তাদের কাছে আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোটের সদস্য অন্যান্য দেশ ‘বাণিজ্যসহ’ যুক্তরাষ্ট্রের সুবিধা নিচ্ছে।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক জানতে চান, ন্যাটোর সদস্যরা যদি প্রতিশ্রুতি মেনে তাদের অর্থ পরিশোধ করে যুক্তরাষ্ট্র জোটে থাকবে কিনা? উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, শতভাগ যুক্তরাষ্ট্র সেখানে থাকবে।’

গেল মাসে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচার সভায় ট্রাম্প বলেন, ‘ন্যাটোর শরিক দেশগুলো যদি তাদের ভাগের অর্থ না দেয়, তাহলে তিনি যা খুশি করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন।’

তবে, প্রতিক্রিয়া জানাতে গিয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বিবৃতিতে বলেন, ‘ন্যাটোর শরিকদের নিয়ে ট্রাম্প যা বলেছেন, তার প্রভাব যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শরিক দেশগুলোর ওপর সমানভাবেই পড়বে। ফলে, যুক্তরাষ্ট্র আর ইউরোপের সেনাদের ঝুঁকি বেড়ে যাবে।’

ন্যাটো নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের অর্থ হল, ইউরোপের দেশগুলো তাদের প্রতিশ্রুতি মেনে জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করছে না। ২০১৪ সালে ওয়েলসে ন্যাটো শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

যদিও জার্মানি চলতি বছরে তাদের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারবে। সেটাও দশ হাজার কোটি ইউরোর বিশেষ তহবিলের জন্য। ইউক্রেনে রাশিয়ার বাহিনী আক্রমণ শুরু করার পর এ তহবিল গঠন করা হয়।

গেল মাসে ন্যাটোর মহাসচিব বলেছেন, ‘জোটের ৩১ সদস্যের মধ্যে ১৮ সদস্য প্রতিশ্রুতি মেনে জিডিপির দুই শতাংশ চাঁদা পরিশোধের পথে রয়েছে।’