শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে ছেলের স্ট্যাটাস, খুলনায় মা গ্রেফতার

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

প্রিন্ট করুন

খুলনা: যুক্তরাষ্ট্রে অবস্থানরত বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেফতারের অভিযোগের বিষয়টি ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুকে তুলে ধরা হয়েছে। রোববার (২৭ আগস্ট) তারা এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসির একটি রিপোর্ট শেয়ার করেছে।

‘যুক্তরাষ্ট্রে ছেলে অনলাইনে সরকারের সমালোচনা করায় বাংলাদেশে মাকে গ্রেফতার’ শিরোনোমের ওই প্রতিবেদনটি শেয়ার করে মার্কিন দূতাবাস একটি স্ট্যাটাসও দিয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। এই নিবন্ধে অভিযোগগুলো সত্য কিনা সে বিষয়ে ঢাকা মার্কিন দূতাবাসের কোন মন্তব্য নেই। তবে, আমরা এই সত্যকে সাধুবাদ জানাই যে, গণমাধ্যমটি (এনবিসি) প্রতিবেদন প্রকাশের আগে মন্তব্যের জন্য তিনটি সরকারি সূত্রের সাথে যোগাযোগ করেছে। এটি সাংবাদিকতার সংহতির বড় লক্ষণ।’

গেল ২০ আগস্ট খুলনায় অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত ও বুয়েটের সাবেক শিক্ষার্থী। তানজিলুর দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এ জন্য আমার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার স্ত্রী তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে হঠাৎ করে পুলিশ আসে। তাকেসহ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পরে, শুনলাম জামায়াতকর্মী হিসেবে মামলা দেয়া হয়েছে।’

তবে ওই নারীকে গ্রেফতারের বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, সেটা ঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘কোনভাবেই তাকে উদ্দেশ্যমূলক গ্রেফতার করা হয়নি। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তানজিলুরের মাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।’