মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

শিরোনাম

কবিতা: তির্যক নাট‍্যদল । মোহাম্মদ ওয়াসিম

বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩

প্রিন্ট করুন
কবি মোহাম্মদ ওয়াসিম

ওই নতুনের ঝান্ডা উড়ে তির্যক নাট‍্যদলে,
আয় রে সবাই আয়রে নতুন ভুবনে।

তির্যক এবার ৫০ এ পা দিল দেখরে,
তির্যক নাট‍্যদল নবীন-প্রবীণ সমন্বয়ের দলরে,
তির্যক নাট‍্যদলের ছায়ার তলে তোরা আয়রে।

তির্যক নাট‍্যদলের নাট‍্যকর্মী মোরা,
বিভিন্ন স্থানে র‌ই।
মহড়ার সময় মোরা ঠিক একত্রিত হ‌ই।

দুষ্টুমি করি মোরা সাথে করি নাট‍্যমহড়া
এ নিয়ে সারাবেলা কাটিয়ে দিই মোরা।
তির্যক নাট‍্যদলের নাট‍্য কর্মী মোরা।

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম