মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ পাঁচজনের মৃত্যু

রবিবার, মার্চ ৫, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রকল্যান্ড কাউন্টির স্প্রিং ভ্যালিতে শনিবার (৪ মার্চ) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, স্থানীয় ফায়ার সার্ভিস ভোর চারটা তিন মিনিটে আগুন লাগার খবর পায়।

রকল্যান্ড কাউন্টির নির্বাহী এড ডে সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আরো একটি ট্র্যাজেডির সাক্ষী হলাম।’

রকল্যান্ডের ফায়ার সার্ভিসের সমন্বয়ক ক্রিস্টোফার কিয়ার জানান, ভোর চারটার পরেই স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগে বেশ কয়েকটি ফোন কল আসে জরুরি সেবা নম্বর ৯১১-এ। এতে জানানো হয়, ১১৮ লেক স্ট্রীটের দুটি বাড়িতে আগুন লেগেছে। যতক্ষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে আগুন ও ধোঁয়া বাড়িটিকে ছেয়ে ফেলেছে।

স্থানীয়রা জানান, বাড়িটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন।

কিয়ার বলেন, ‘ভবনটিতে প্রবেশ করতে একাধিক প্রচেষ্টা নেয়া হয়। কিন্তু, পরস্থিতি এতটাই খারাপ ছিল যে, দমকলকর্মীরা সফল হননি। পরে চারটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানোর পরপর ভেতরে থাকা লোকজনকে তারা উদ্ধার করতে পারেননি। নিহতদের মৃতদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া গেছে। তিনজনকে পাওয়া গেছে দ্বিতীয় তলায় ও দুইজনকে পাওয়া গেছে প্রথম তলায়। যথাযথভাবে শনাক্ত না করতে পারায় নিহতদের নাম পরিচয় জানানো হয়নি।