রবিবার, ১২ মে ২০২৪

শিরোনাম

ওয়াশিংটনে আচমকা ঝড়, ভারি বৃষ্টির শঙ্কায় বন্যা সতর্কতা

সোমবার, জুলাই ৩১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, ‍যুক্তরাষ্ট্র: আচমকা ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ আশপাশের শহর। বাড়ি-ঘরের ক্ষয়-ক্ষতির পাশাপাশি উপড়ে পড়েছে বহু গাছপালা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এখনো বিদ্যুৎহীন রয়েছেন কয়েক হাজার বাসিন্দা। খবর ওয়াশিংটন পোস্টের।

শনিবার (২৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াশিংটন ডিসিসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যায় আকস্মিক ঝড়। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগের এ ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু।

বিভিন্ন বাড়ি ও গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসি ছাড়াও আশপাশের এলাকায় ঝড়ের পাশাপাশি দেখা দেয় বজ্রপাত।

এ দিকে, ঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারি বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা।

শক্তিশালী এ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে ওয়াশিংটন ডিসির মেট্রোরেল চলাচলেও।