রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে মঞ্চ নাটকের আলোকচিত্র প্রদর্শনী শুরু

শুক্রবার, মার্চ ১, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘আমার স্বাধীনতা নাটকের ভাষায়’- এ প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ২৯ ফেব্রুয়ারী – ২ মার্চ পর্যন্ত চট্টগ্রামের মঞ্চ নাটকের আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্রে মঞ্চালোক আয়োজন করেছে স্কেচ গ্যালারি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রদর্শনীটি উদ্বোধন করেন তির্যক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বাংলাদেশ থিয়েটার টরেন্টোর (কানাডা) প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ দুলাল।

প্রদর্শনীটিতে স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ নাটকের সংগৃহীত ও মোরশেদ হিমাদ্রি হিমু, তানজির হোসেন ফাহিম ও শাহরিয়ার হান্নানের তোলা একশত ৫০টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন বিকাল পাঁচটা হতে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, প্রদর্শনীটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে স্কেচ গ্যালারির তৃতীয় আয়োজন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) ফিরোজশাহ কলোনী ও পতেঙ্গায় বিভিন্ন সময়ে প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে ও প্রশংসিত হয়েছে।