বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

শিরোনাম

মিসিসিপিতে টর্নেডোর হানায় মৃত বেড়ে ২৬

রবিবার, মার্চ ২৬, ২০২৩

প্রিন্ট করুন

মিসিসিপি, যুক্তরাষ্ট্র: ভয়ানক টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে মৃতদ বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। শুক্রবার (২৪ মার্চ) গভীর রাতে হওয়া ঝড়ে আহত হয়েছেন আরো শতাধিক। খবর এবিসি নিউজের।

স্থানীয় ও ফেডারেল কর্মকর্তারার জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ জনই মিসিসিপির। বাকি একজন আলাবামার। ওই ব্যক্তি টর্নেডোর আঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, শার্কে ও হামফ্রেস কাউন্টিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সংস্থাটি মিসিসিপিজুড়ে টর্নেডো সতর্কতা জারি করেছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে বলেছেন, ‘মিসিসিপি বদ্বীপের অনেকেরই আজ রাতে আপনাদের সবার প্রার্থনা ও ঈশ্বরের সুরক্ষা প্রয়োজন। আমরা চিকিৎসা সহায়তা সেবা চালু করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি সেবা দ্রুততর করেছি। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলমান।’

শনিবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যারা এ টর্নেডোতে তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন।’

তিনি বলেছেন, ‘মিসিসিপির বর্তমান পরিস্থিতি হৃদয়বিদারক। আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি। আমরা জানি যে, আমাদের অনেকেই কেবল পরিবার-পরিজন হারানোর শোকেই কাতর নন, তারা তাদের বাড়ি ও ব্যবসায়ও হারিয়েছেন।’