বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হল জাতিসংঘের প্রথম ‘পানি সম্মেলন’

রবিবার, মার্চ ২৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে শেষ হয়েছে জাতিসংঘ আয়োজিত প্রথম ‘পানি সম্মেলন’। তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পানি সংকট সমাধানে রাজনৈতিক উদ্যোগের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া, সম্মেলনে প্রায় ৭০০টি সরকারি, বেসরকারি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পানি ব্যবস্থাপনা নিয়ে তাদের পরিকল্পনা উপস্থাপন করে।

পৃথিবী ক্রমেই কমে আসছে সুপেয় পানির উৎস। শুকিয়ে যাচ্ছে নদ-নদী। পানি নিয়ে বিরোধে জড়াচ্ছে বহু রাষ্ট্র। তাই, বৈশ্বিক পানি সংকট সমাধানে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আয়োজন করা হয় পৃথিবীর প্রথম ‘পানি সম্মেলন’। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। শুক্রবার (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে শেষ হয় এ সম্মেলন।

সমাপনী বক্তব্যে, পৃথিবীতে বাড়তে থাকা পানির সমস্যা সমাধানে রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছেন
আন্তোনিও গুতেরেস। এ লক্ষ্যে, সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়ে তিন বলেন, ‘পৃথিবীর টেকসই উন্নয়ন অর্জনের জন্য পানি নিয়ে সৃষ্ট যাবতীয় সমস্যা সমাধান জরুরি। তাই, পৃথিবীর সব দেশেরই এগিয়ে আসা প্রয়োজন। আমরা একটি স্থায়ী রাজনৈতিক সমাধান আশা করছি।’

এ সম্মেলনে প্রায় ৭০০টি সরকারি, বেসরকারি, এনজিও এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান পানি ব্যবস্থাপনা নিয়ে তাদের পরিকল্পনা উপস্থাপন করেছে। পরিকল্পনাগুলো পর্যালোচনা করে আগামী জুলাইয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে।