সোমবার, ০৬ মে ২০২৪

শিরোনাম

আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরি হচ্ছে

শনিবার, ফেব্রুয়ারী ৩, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: হতাশা কাটিয়ে তাড়াতাড়িই আন্দোলন শুরু হবে জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।

মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কারাগারে রয়েছেন। এ ছাড়া, তারেক রহমান রয়েছেন বিদেশে। এ অবস্থায় মাঠের কর্মীরা কিছুটা হতাশ। তবে, হতাশা কাটিয়ে তাড়াতাড়িই আন্দোলন শুরু হবে।’

‘এ জন্য সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলনের কৌশল ও রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপিকে দুর্বল বলবেন না, সরকারেরই পায়ের নিচে মাটি নেই।’ যোগ করেন তিনি।

আন্দোলনেই সরকার পতন হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘দেশটা আওয়ামী লীগের একার না, অক্ষরে অক্ষরে হিসাব নেয়া হবে।’