রবিবার, ০৫ মে ২০২৪

শিরোনাম

কবিতা: ইয়া আহামাদ, ছাল্লে আলা ও ছাল্লাম । মোহাম্মদ ওয়াসিম

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩

প্রিন্ট করুন

প্রভু কত যে মহান,
মানবের তরে পাঠালে
নূরের রবি কামলিওয়ালা।

যা তুমিই বলেছিলে বহু বছর আগে
তোমার‌ই ঐশী কিতাব তাওরাত-ইঞ্জিলে।

প্রভু কত যে মহান,
মানবের মাঝে পাঠিয়ে দিলে
সরদারে আল কাওনাইন,
রাহমাতুল লিল আলামীন।

প্রভু কত যে মহান,
নবী ঈসার মাধ্যমে ভবিষ্যৎ বাণী দিলে
হাজারো বছর আগে তার শিষ্যদের মাঝে
তিনিই তো, ইয়া আহামাদ, সাইয়োদুন্নবী।

প্রভু কত যে মহান,
ইব্রাহীমের মনের বাসনা পূর্ণতা দিলে
তার‌ই বংশ পরম্পরায় পাঠিয়ে দিলেন
নুরের রবি, খাতেমুন নাবিয়িন মোস্তফা।

প্রভু কত যে মহান
প্রিয় রাসূলকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করলে,
আরো দান করেছিলে নিয়ামতের ভান্ডার কাওসার।

প্রভু কত যে মহান
সত‍্য পথের মশাল দিয়ে ধরায় দিলেন রসুলে আকরাম।
তাই তো পৃথিবীর তামাম-জাহান দরুদ পড়ে,
ছাল্লে আলা ও ছাল্লাম।।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম