বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

শিরোনাম

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু তিন জনের

সোমবার, অক্টোবর ৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সারা দেশে গত ২৪ ঘন্টায় (সোমবার ৩ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (৩ অক্টোবর) হাসপাতালে ভর্তি হয়েছে ৫২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৫২ ও ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৫৯৮ ও অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫৪৬ জন রোগী।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১৭ হাজার ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৫১১ ও ঢাকার বাইরে চার হাজার ৩০৯ জন।

অন্য দিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৫ জন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৮৮৪ এও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে তিন হাজার ৭৩১ জন।