বুধবার, ০৮ মে ২০২৪

শিরোনাম

নাৎসিদের মত দেশ শাসন করছে আওয়ামী লীগ

মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪

প্রিন্ট করুন
রুহুল কবির রিজভী

ঢাকা: আওয়ামী লীগ নাৎসিদের মত দেশ শাসন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, গেল ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতার পাশাপাশি গণতন্ত্রের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নাৎসিদের মত চরম বর্বরতার সাথে দেশ শাসন করছে।’

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

এ তিনি আরো বলেন, ‘মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। কিন্তু, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সীমিত আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এখন কঠিন। তাই, তাদের মুখে আনন্দের চিহ্ন নেই।’

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘শাসক মহলের ব্যাপক দুর্নীতি ও লুটপাট ধনী-দরিদ্রের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান বাড়িয়ে দিয়েছে। দেশের নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীকে দৈনন্দিন জীবন যাপনে কষ্টের মধ্যে ফেলেছে।’

তিনি আরো বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতিতে গরিব মানুষ নিঃশব্দে কাঁদছে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে, সিন্ডিকেটের চক্র ধ্বংস না করে বিরোধী দলকে দমন করতে ব্যস্ত।’

বিদেশে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় বছর ধরে কারাগারে আটকে রেখেছে বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই বিএনপির কিছু নেতাকর্মী খুন বা গুমের শিকার হচ্ছে, কারারুদ্ধ হচ্ছে অথবা মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘ওদের (বিএনপির নেতাকর্মীদের) পুরো দিন আদালতের প্রাঙ্গণে কাটাতে হয়। ফলে, যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধ্বংস হয়ে গেছে। সরকার দেড় লাখ মামলা দিয়েছে, যেখানে বিএনপির ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী চাকরি ও ব্যবসায় হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানান রিজভী।