সোমবার, ০৬ মে ২০২৪

শিরোনাম

হজের বিমান ভাড়া পুনর্নির্ধারণের দাবি হাবের

রবিবার, নভেম্বর ৫, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: আগামী বছর হজযাত্রীদের বিমানভাড়া কারিগরি কমিটির মাধ্যমে পুনর্নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রোববার (৫ নভেম্বর) হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সই করা আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) ‘হজ প্যাকেজ-২০২৪’ ঘোষণা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা ব্যয় ধরা হয়েছে।

হাবের আবেদনপত্রে বলা হয়, ‘এ বছরের বিমান ভাড়া এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়া বিগত বছরের থেকে দুই হাজার ৯৯৭ টাকা কম হলেও, নানা বিষয়া বিবেচনায় আরো কমানো সম্ভব।’

যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই তাদের একক কর্তৃত্বে ভাড়া নির্ধারণ যথাযথ হয়নি বলে হাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ মনে করে।

বর্তমানে এয়ারলাইন্সগুলো প্রায় ৭৫ হাজার টাকায় ঢাকা-জেদ্দা-ঢাকা রিটার্ন টিকিট বিক্রি করছে জানিয়ে আবেদনে বলা হয়, ‘সেগুলো প্রায় ২০ শতাংশ আসন খালি রেখে ফ্লাইট চালাচ্ছে। হজের সময় প্রায় শতভাগ যাত্রী নিয়ে ফ্লাইট গমন করে। তা ছাড়া খালি ফিরতি ফ্লাইটের পরিচালনা ব্যয়ও কম। সাধারণ ফ্লাইটের বিপণন ও সিস্টেম পরিচালনায় অতিরিক্ত খরচ করতে হয়, যা হজের ফ্লাইটে করতে হয় না। সে হিসেবে ডেডিকেটেড হজ ফ্লাইটের সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকা বিমান ভাড়া হতে পারত।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে করে চিঠিতে আরো বলা হয়, ‘আপনি হজযাত্রীদের কল্যাণে সব সময় নিবেদিত এবং আধুনিক ও কল্যাণমুখী হজ ব্যবস্থাপনায় আপনার ভূমিকা সব মহলে প্রশংসিত।’

বর্তমান প্রেক্ষাপটে পুরো দেশের ধর্মপ্রাণ মুসলিমরা কেবল আপনার দিক তাকিয়ে আছে। অতএব, বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় একটি স্বতন্ত্র কারিগরি কমিটির মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের ব্যাপারে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।