সোমবার, ০৬ মে ২০২৪

শিরোনাম

অর্থনৈতিক সংকটের দায় যুক্তরাষ্ট্রের উপর চাপালেন সালমান এফ রহমান

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর কারণে পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিটির ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তৃতায় সালমান এফ রহমান আরো বলেন, ‘ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর কারণে ডলার শক্তিশালী হয়ে গেছে। ফলে, ডলারের বিপরীতে টাকার মূল্যমান হ্রাস পাচ্ছে। যার প্রভাব পড়ছে দেশের ব্যবসায়-বাণিজ্যে।’

শুধু বাংলাদেশই নয়, বরং পৃথিবীর অন্যান্য দেশেও একই সংকট বিরাজ করছে বলে জানান তিনি।

দেশের ব্যবসায়-বাণিজ্যে নানা সংকটের ব্যাপারে ব্যবসায়ীদের নানা দাবি ও অভিযোগ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘আমরা পূর্বেই বলেছিলাম, বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমান বছরটা ব্যবসায়-বাণিজ্য ও অর্থনীতির জন্য একটু চ্যালেঞ্জিং হবে। এ সময় ব্যবসায় নানা সংকট থাকবে।’

তবে, খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, ‘আশা করি, আমরা এ সংকট অতিক্রম করতে পারব। এরমধ্যেই ডলার সংকট অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয়েও গতি এসেছে।’

মেলার আয়োজক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী।